সব ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

304

মেহেরপুর, ২১ সেপ্টেম্বর , ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার জন্যই দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নিজ দল থেকেই উদ্যোগ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ দুপুরে গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে আট কবর বধ্যভুমি স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার জন্যই নিজেদের থেকেই শুরু হয়েছে। যুবলীগ,ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগও বাদ যাবে না। পর্যায়ক্রমে দেশের সব অপরাধীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে- দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে। এই আট কবরের মতো মেহেরপুর তথা দেশের সকল বধ্যভুমি সংরক্ষণ করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বধ্য্যভুমির কাছে পৌছালে ফুল দিয়ে স্বাগত জানান গাংনী উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান।
এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
কাজিপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান, পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী প্রমুখ।