বাসস ক্রীড়া-৫ : স্কুল হ্যান্ডবলে তৃতীয় দিনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিকারুননিসা

111

বাসস ক্রীড়া-৫
হ্যান্ডবল-স্কুল
স্কুল হ্যান্ডবলে তৃতীয় দিনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিকারুননিসা
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): ২৬তম স্কুল হ্যান্ডবল (বালক-বালিকা) টুর্নামেন্টের তৃতীয় দিনেও জয়ের ধারা অব্যাহত রেখছে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় চলমান টুর্নামেন্টের তৃতীয় দিনে বালিকা বিভাগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিকারুননিসার মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ বালিকা বিভাগে ছয়টি এবং বালক বিভাগে দুইটিসহ মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালিকা বিভাগে দিনের প্রথম খেলায় সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয় ৬-১ গোলে উইলস লিটল ফ্লাওয়ারকে পরাজিত করে।
দ্বিতীয় ম্যাচে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ৬-২ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখে।
বালিকা বিভাগে দিনের অপর ম্যাচগুলোতে স্কলাসটিকা (উত্তরা) ৫-০ গোলে স্কলাসটিকা (মিরপুর)কে, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ১১-০ গোলে উত্তরা গার্লস হাই স্কুলকে, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ৮-০ গোলে সাউথ ব্রীজ স্কুলকে এবং দিনের শেষ খেলায় সানিডেল ১৪-০ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
বালক বিভাগের দুই ম্যাচে জয় পেয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ।
এ বিভাগে দুপুর টায় অনুষ্ঠিত প্রথম খেলায় উইলস লিটল ফ্লাওয়ার ১৪-৬ গোলে রাজধানী আইডিয়াল স্কুলকে পরাজিত করে। দিনের শেষ ম্যাচে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ২০-৭ গোলে বাংলাদেশ নৌবাহীনি কলেজকে পরাজিত করে।
বাসস/স্বব/১৭০৫/মোজা/নীহা