বাসস দেশ-৮ : বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

117

বাসস দেশ-৮
বিমান বাহিনী প্রধান-ফিরেছেন
বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন
ঢাকা, ২১ সেপ্টেম্বর, (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চীন সফর শেষে আজ দেশে ফিরেছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়,ছয় দিনের সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান স্টেট কাউন্সিলর এন্ড মিনিস্টার অব ন্যাশনাল ডিফেন্স এর জেনারেল ওয়েই ফেঙ্গি,চায়না জিইএস পিএলএ এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল ডিং লাইহাঙ্গ এর সাথে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও,বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন ইনষ্টিটিউট অব পিএলএএএফ রিসার্চ একাডেমি, চায়না এ্যাস্ট্রোনট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, অ্যাভিআইসিন গুইজহউ এয়ারক্রাফট কোম্পানী লিমিটেড রেজিমেন্ট ওয়ান এর ফ্লাইট টেস্ট এন্ড ট্রেনিং বেস(জে-১০) জিইএস বিগ্রেড ফোর অব শিজিয়াজুয়াং ফ্লাইং কলেজ(জে-৭)সহ চীনের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা/প্রকল্প পরিদর্শন করেন ।
এর ফলে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরজ্ঞামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
চীনে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স,টেকনোলজী এন্ড ইন্ডাষ্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স(এসএএসটিআইএনডি),চায়না ন্যাশনাল এ্যারো -টেকনোলজী ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন(সিএটিআইসি),চায়না ন্যাশনাল ইলেক্ট্রনিক্স ইমপোর্টএন্ড এক্সপোর্ট কর্পোরেশন(সিইআইইসি),চায়না পলি গ্রুপ,চায়না প্রিসিসিসন মেশিনারী ইমপোর্ট-এক্সপোর্ট কর্পোরেশন (সিপিএমআইইসি),চায়না ইলেক্ট্রনিক্স টেকনোলজী গ্রুপ(সিইটিসি)আই এ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেড(এএলআইটি)’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই চীন সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও পিএলএ বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য,বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, পিএলএ এয়ার ফোর্সের এর আমন্ত্রণে ১৫ সেপ্টেম্বর এক সরকারী সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাসস/আইএসপিআর/এসএস/১৭০০/-আসচৌ