বাসস দেশ-৭ : দেশের সকল খাল-নদী দখল-দূষণ মূক্ত করার দাবী জানিয়েছে নরজ

129

বাসস দেশ-৭
নরজ-মানবন্ধন
দেশের সকল খাল-নদী দখল-দূষণ মূক্ত করার দাবী জানিয়েছে নরজ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : দেশের সকল খাল-নদী দখল-দূষণ মূক্ত করর দাবীতে মানববন্ধন করেছে নদী রক্ষা জোট (নরজ)।
বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
নদী রক্ষা জোটের মূখপাত্র ও নোঙর সভাপতি সুমন শামসের সভাপতিত্বে মানববন্ধনে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহবায়ক মিহির বিশ্বাস, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, সাধারণ সম্পাদক জিএম রোস্তম খান, তুরাগ সুরক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, নোঙরের পরিচালক আমিনুল হক চৌধুরী, সুজন ঢাকা মহানগরের সম্পাদক মো. সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে খাল-নদী ও উন্মুক্ত জলাশয় রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তরা বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের নদ-নদী, খাল-বিল দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ সৃষ্টি করতে হবে।
বাসস/সবি/বিকেডি/১৬৫৫/এএএ