বাসস দেশ-১৭ : নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ রয়েছে : কৃষিমন্ত্রী

499

বাসস দেশ-১৭
কৃষি-সম্মননা পুরস্কার
নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ রয়েছে : কৃষিমন্ত্রী
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করতে সরকারের সব ধরনের উদ্যোগ রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে।
আজ সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এগ্রো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যানেল আই‘এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সাঈক সিরাজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় ও হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চাটার্ড- চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৯ এর প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষি খাতে অবদানের স্বীকৃতি প্রদান কৃষি খাতের জন্য ইতিবাচক দিক। আমাদের অর্থনীতির চালিকা শক্তি বাংলার কৃষি ও কৃষক। কৃষির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অন্যদের অনুপ্রাণিত করবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই -এর উদ্যোগে আয়োজিত ৭৭ জনের মধ্য হতে মোট আটটি ক্যাটাগরিতে এই সম্মননা পুরস্কার প্রদান করা হয়।
বাসস/সবি/এমএআর/২২৪৫/-এবিএইচ