বাসস ক্রীড়া-৮ : টস জিতে প্রথমে ব্যাটিং-এ আফগানিস্তান

130

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
টস জিতে প্রথমে ব্যাটিং-এ আফগানিস্তান
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নিয়েছে আফগানিস্তান। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। অপরদিকে, আফগানিস্তানের তৃতীয় ম্যাচ এটি।
বাংলাদেশের বিপক্ষে খেলা একই একাদশ নিয়েই এ ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে আগের ম্যাচে ৩৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে আফগানিস্তান। করিম জানাত, নাজিব তারাকাই ও ফরিদ আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শফিকুল্লাহ, দাওলাত জাদরান ও ফজল নিয়াজাই। এ ম্যাচে অভিষেক হচ্ছে নিয়াজাই’র।
প্রথম তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তবে নিজেদের প্রথম দু’ম্যাচেই জিতেছে আফগানিস্তান। টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশ তিন ম্যাচের ২টিতে জয় পায়। ফলে লিগ পর্বের দু’টি ম্যাচ বাকী থাকতেই ফাইনালে উঠে বাংলাদেশ-আফগানিস্তান।
লিগের প্রথম পর্বে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছিলো আফগানিস্তান।
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), বেন্ডন টেইলর, রেগিস চাকাভা, সিন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতোমবদজি, রায়ার্ন বার্ল, রিচমন্ট মুতুম্বামি, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, আইনস্লে এনডিলোভু ও কিস্টোফার এমপোফু।
আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমনউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শফিকুল্লাহ, দাওলাত জাদরান, ফজল নিয়াজাই ও মুজিব উর রহমান।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব