বাসস দেশ-৬ : ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস : দেশের কোথাও-কোথাও ভারি বৃষ্টি হতে পারে

187

বাসস দেশ-৬
আবহাওয়া – পূর্বাভাস
২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস : দেশের কোথাও-কোথাও ভারি বৃষ্টি হতে পারে
ঢাকা, ২৬ জুন, ২০১৮ (বাসস) : মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারি থেকে আরো ভারি বৃষ্টি হতে পারে।
এছাড়াও খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এই ২৪ ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯০ ভাগ।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
আগামীকাল বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে। অপরদিকে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাসস/সবি/জেডআরএম/১৫৪০/আরজি