বাসস ক্রীড়া-১২ : অস্ট্রেলিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন পাইন

163

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-পাইন
অস্ট্রেলিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন পাইন
সিডনি, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে সদ্যই শেষ হওয়া অ্যাশেজ সিরিজ ২-২ সমতায় শেষ করে ট্রফি নিজেদের কাছেই সক্ষম হয় সফরকারী অস্ট্রেলিয়া। কারণ গেল অ্যাশেজ জিতেছিলো অস্ট্রেলিয়া। শেষ হওয়া অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার পারফরমেন্সে বেশ খুশী দলের অধিনায়ক টিম পাইন। তাই টেস্টে অস্ট্রেলিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি। পাইন বলেন, ‘ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে দারুণ পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়া। অনেক সমস্যাকে সাথে নিয়ে সিরিজ শুরু করতে হয়েছিলো আমাদের। শেষ পর্যন্ত সিরিজ সমতায় রেখে ট্রফি ধরে রাখতে পেরেছি আমরা। এটি দলের সকলেই কৃতিত্ব।’
২০১৮ সালের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ার তরুন খেলোয়াড় ক্যামেরন বেনক্রফট। তার সাথে আরও জড়িত ছিলেন ঐসময়কার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নার। পরে এই তিন খেলোয়াড় বিভিন্ন মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্মিথ-ওয়ার্নার এক বছর করে ও বেনক্রফট নয় মাসের নিষেধাজ্ঞা পান। তাই কেপটাউন টেস্টের পর থেকে ক্রিকেট বিশ্বে সমালোচনার তীড়ে বিদ্ধ হতে থাকে অস্ট্রেলিয়া।
পুরনো কুকর্মকে মাথায় নিয়ে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ খেলতে নামতে হয় অস্ট্রেলিয়াকে। কারন এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট। তাই এই সিরিজের প্রতি স্পটলাইট অনেক বেশি ছিলো ক্রিকেট বিশ্বের। এছাড়া বল বিকৃতির কুকর্মের পর এই প্রথম অ্যাশেজ সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া।
সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে অস্ট্রেলিয়া। বিশেষভাবে স্মিথের রান ফোরার কাছে কুপোকাত হয় ইংল্যান্ড। পুরো সিরিজে ৭ ইনিংসে ৩টি করে সেঞ্চুরি-হাফ-সেঞ্চুরিতে ৭৭৪ রান করেন স্মিথ। তার ব্যাটিং নৈপুন্য ও পেসার প্যাট কামিন্সের বোলিং দৃঢ়তায় ইংল্যান্ডের সাথে ২-২ সমতায় সিরিজ শেষ করে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার পারফরমেন্সে মুগ্ধ দলের অধিনায়ক পাইন। পরের সিরিজগুলোতেও ভালো করার ব্যাপারে আশাবাদি তিনি, ‘এই গ্রীস্মে আমরা কতটা এগিয়েছি, সেটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। গেল বছর আমার অনেক কিছু হারিয়েছি এবং এখন সঠিক পথের সন্ধান পেয়েছি। আমরা বিশ্বের সেরা বোলিং আক্রমন পেয়েছি এবং ব্যাটিং লাইন-আপেও শক্ত ভিত পেয়েছি।’
দলের প্রশংসা করতে গিয়ে বিশেষভাবে স্মিথ-কামিন্স-হ্যাজেলউড ও মার্নাস লাবুশেনের কীর্তিও তুলে ধরেন পাইন। তিনি বলেন, ‘স্মিথ ছিলেন অসাধারন। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছেন তিনি। বোলারদের মধ্যে কামিন্স-হ্যাজেলউড ছিলেন দারুন। প্রয়োজনীয় মূর্হুতে দলকে উইকেট উপহার দিয়েছেন তারা। সুযোগের সদব্যবহার করেছেন লাবুশেন । ভবিষ্যত তারকা সে।’
ওভালে সিরিজের শেষ টেস্টে ইনজুরি নিয়ে খেলেছেন পাইন-পিটার সিডল। এমন তথ্য ফাঁস করেন পাইন, ‘শেষ টেস্টে আমার একটি আঙ্গুলে আঘাত পেয়েছি জায়গা থেকে সড়ে যায়নি। তবে আমি খুব শীঘ্রই অনুশীলনে ফিরবো। সিডলের হিপ ইনজুরি ছিলো। ভালো বোলিং না করতে পারায় কিছুটা সমালোচিত ছিলেন সিডল। আমরা জানতাম সে পারবে এবং দলও জানতো সে কতটা ভালো বোলিং করে। ম্যাচে অনেকেই বেশি বোলিং করতো না।
অ্যাশেজ শেষে লম্বা ছুটি পেল অস্ট্রেলিয়া। দলটির পরবর্তী এসাইনমেন্ট শুরু হবে আগামী ২১ নভেম্বর। বিদেশের মাটিতে বড় সিরিজ ছাড়াও দেশে পাঁচটি ম্যাচ রয়েছে অসিদের। তাই ছুটির পাওয়া সময়টা বিশ্রামেই কাটাতে চান পাইন। এজন্য বিগ ব্যাশ টি-২০ লিগে খেলবেন না বলে জানালেন তিনি, ‘অধিনায়ক হিসেবে আমার সতেজ উচিত এবং আমরা মনে হয় নিজেকে ফিট রাখতে সবগুলো সুযোগই নেয়া উচিত।’
বাসস/এএমটি/১৮৫৫/-স্বব