বাসস ক্রীড়া-১০ : ৬৩ বছর পর প্রথম শ্রেনির ক্রিকেটে রেকর্ড গড়া বোলিং অ্যাবটের

147

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-অ্যাবট
৬৩ বছর পর প্রথম শ্রেনির ক্রিকেটে রেকর্ড গড়া বোলিং অ্যাবটের
সাউদাম্পটন, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : প্রথম শ্রেনীর ক্রিকেটে রেকর্ড গড়া বোলিং করলেন কাইল আ্যাবট। কাউন্টি চ্যাম্পিয়নশীপ ডিভিশন ওয়ান ক্রিকেটে সমারসেটের বিপক্ষে ৮৬ রানে ১৭ উইকেট নিয়েছেন হ্যাম্পশায়ারের দক্ষিণ আফ্রিকার পেসার অ্যাবট। ৬৩ বছর পর প্রথম শ্রেনির ক্রিকেটে কোন বোলার এক ম্যাচে ১৭ উইকেট শিকারের স্বাদ নিলেন।
সর্বশেষ ১৯৫৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে ম্যানচেষ্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ রানে ১৯ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের ডান-হাতি অফ-স্পিনার জিম লেকার। লেকারের পর গেল ৬৩ বছরে প্রথম শ্রেনির ক্রিকেটে আর কোন বোলাররাই ১৭ বা তার বেশি উইকেট নিতে পারেননি। অবশেষে ১৭ উইকেট নিয়ে পুরনো কীর্তিকে জাগিয়ে তুললেন অ্যাবট।
অ্যাবটের আগুন ঝড়ানো বোলিং নৈপুণ্যে সমারসেটের বিপক্ষে নিজেদের ১৩তম কাউন্টি চ্যাম্পিয়নশীপ ম্যাচে ১৩৬ রানে জয় পায় হ্যাম্পশায়ার। এই জয়ে শিরোপা জয়ের দৌঁড়ে ভালোভাবে টিকে রইলো হ্যাম্পশায়ার।
ম্যাচের প্রথম ইনিংসে ৪০ রানে ৯ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৮ উইকেট নেন অ্যাবট। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১ টেস্টে ৩৯টি, ২৮ ওয়ানডেতে ৩৪টি ও ২১টি টি-২০ ম্যাচে ২৬ উইকেট নেন ৩২ বছর বয়সী অ্যাবট।
বাসস/এএমটি/১৮০৫/মোজা/স্বব