বাসস ক্রীড়া-৮ : স্কুল হ্যান্ডবল শুরু

120

বাসস ক্রীড়া-৮
হ্যান্ডবল-স্কুল
স্কুল হ্যান্ডবল শুরু
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনা এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘পোলার আউসক্রীম ২৬তম স্কুল হ্যান্ডবল (বালক-বালিকা) টুর্নামেন্ট ২০১৯। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন আহমেদ।
ফেডারেশন সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, টুর্নামেন্ট কমিটির সম্পাদক (বালক বিভাগ) মো: সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের পারভিন পুতুল প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বালিকা বিভাগে সানিডেল স্কুল ১৭-০ গোলে শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয়কে বিজয়ী দল প্রথমার্ধে ১১-০ গোলে এগিয়ে ছিল।
বালিকা ভিাগে দিনের পথম ম্যাচে হীড ইন্টারন্যাশনাল ৭-৩ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে। বালিকা বিভাগে অন্যান্য ম্যাচে স্কলাসটিকা (উত্তরা) ১২-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ৩-২ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে, কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ৬-০ গোলে রাজধানী আইডিয়াল স্কুলকে এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১০-১ গোলে সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
প্রথম দিন অনুষ্ঠিত বালক বিভাগে দুটি ম্যাচে জয় পেয়েছে সেন্ট গ্রেগরী ও স্কলাস্টিকা উত্তরা।
বেলা ২টায় অনুষ্ঠিত সেন্ট গ্রেগরী ৩০-২০ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয় খেলায় স্কলাসটিকা (উত্তরা) ২৫-৭ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৩ গোলে এগিয়ে ছিল।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে ঢাকা মহানগরীর বালক বিভাগে ১৯টি ও বালিকা বিভাগে ১৮টিসহ মোট ৩৭টি দল অংশ নিচ্ছে।
বাসস/স্বব/১৭৪০/মোজা/এএমটি