মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প

209

ইয়াঙ্গুন, ২৬ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারের সাগাইং অঞ্চলে মঙ্গলবার ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৬টা ৩২ মিনিট ১৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল মনিওয়া নগরী থেকে ২২.৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম ও মান্দালয় ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমাঞ্চলে।
এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।