বাসস দেশ-৬ : শেখ হাসিনার শাসনামল গণমাধ্যমের জন্য স্বর্ণালী অধ্যায় : গণপূর্ত মন্ত্রী

351

বাসস দেশ-৬
রেজাউল-কর্মশালা
শেখ হাসিনার শাসনামল গণমাধ্যমের জন্য স্বর্ণালী অধ্যায় : গণপূর্ত মন্ত্রী
পিরোজপুর, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল হচ্ছে গণমাধ্যমের জন্য একটি স্বর্ণালী অধ্যায়।
আজ বৃহষ্পতিবার পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে পিআইবি কর্তৃক আয়োজিত সাংবাদিকদের জন্য তিন দিন ব্যাপী অনুসন্ধানী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত বলেন, গণমাধ্যম আজকে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এই সরকার সবচেয়ে বেশী সংবাদ পত্র এবং টিভি চ্যানেল পরিচালনার অনুমতি দিয়েছে। এদেশে বেসরকারি টিভি চ্যানেলের যাত্রাও শুরু হয় শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সময়কালে।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিআইবি’র পরিচালনা বোর্ডের সদস্য শেখ মামুনুর রশিদ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু।
এর আগে মন্ত্রী একই স্থানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন পিরোজপুর হাউজিং প্রকল্পের প্রসপেক্টাস বিতরণ করেন।
গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রশিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৬০৮/-আসচৌ