বাসস দেশ-২৩ ( প্রথম কিস্তি) : প্রধানমন্ত্রী ইউএনজিএ’তে রোহিঙ্গা প্রশ্নে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন : মোমেন

285

বাসস দেশ-২৩ ( প্রথম কিস্তি)
মোমেন-ইউএনজিএ-ব্রিফিং
প্রধানমন্ত্রী ইউএনজিএ’তে রোহিঙ্গা প্রশ্নে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন : মোমেন
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন ৭৪তম অধিবেশনে তার বক্তৃতায় রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী আজ এখানে তার মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২ ও ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত ৫ দফা ও ৩ দফা প্রস্তাব এখনো প্রাসঙ্গিক। এবছরও তিনি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করতে পারেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
মোমেন বলেন, ইউএনজিএ’র ফাঁকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য চীনের উপস্থিতিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে জাতিসংঘ মহাসচিবের উপস্থিত থাকার সম্ভাবনার কথা নাকচ করে দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন তরান্বিত করতে বিশ্ব নেতাদের আগ্রহ ধরে রাখতে ইউএনজিএ চলাকালে রোহিঙ্গা সংকট সংক্রান্ত সকল আলোচনায় বাংলাদেশের জন্য সক্রিয় অংশগ্রহণ ও দৃঢ় ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ।’
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ’র সাধারণ বিতর্কে প্রতি বছরের মতো এবারও তার ভাষণ বাংলায় উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশের উন্নয়ন সাফল্য, অংশগ্রহণমূলক অর্থনীতি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মিাণে অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগান্তকারী সাফল্য ও নারী ক্ষমতায়নে অগ্রণী ভূমিকার ওপর আলোকপাত করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, নিরাপদ অভিবাসন, জলাবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সামুদ্রিক অর্থনীতি বিষয়ে বৈশ্বিক কর্মপরিকল্পনা নিয়েও বক্তব্য রাখবেন বলে জানান ড. মোমেন।
তাছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের নবগঠিন ‘আবাসিক সমন্বয়ক পদ্ধতি’ পরিচালনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এক লাখ মার্কিন ডলার অনুদান ঘোষণা করবেন।।
প্রধানমন্ত্রী ইউএনজিএএ’র ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
চলবে/বাসস/টিএ/অনুবাদ-এইচএন/১৯০৫/-আরজি