বাসস ক্রীড়া-৩ : ঘরের মাঠে পেনাল্টি মিসের খেসারত দিতে হলো চেলসিকে

130

বাসস ক্রীড়া-৩
ফুটবল-চ্যাম্পিয়ন্স লিগ
ঘরের মাঠে পেনাল্টি মিসের খেসারত দিতে হলো চেলসিকে
লন্ডন, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। মঙ্গলবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে ইউরোপীয়ান আসর শুরু করেছে ব্লুজরা। ম্যাচ শেষে চেলসি ম্যানেজার ফ্র্যাংক ল্যাম্পার্ড বলেছেন, এটি ছিল চেলসির জন্য একটি ‘কঠোর শিক্ষা’।
ম্যাচের বেশীরভাগ নিয়ন্ত্রন স্বাগতিকদের দখলে থাকলেও আক্রমনভাগের ব্যর্থতায় কাঙ্খিত গোল আসেনি। ম্যাচের ১৬ মিনিটে উঠতি মিডফিল্ডার ম্যাসন মাউন্টের ইনজুরিতে চেলসি কিছুটা হলেও পিছিয়ে পড়ে। ৭৪ মিনিটে রডরিগো ভ্যালেন্সিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন। এরপরেও অবশ্য ল্যাম্পার্ডের দলের সামনে গোল পরিশোধের সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু স্পট কিক থেকে রস বার্কলি বারের উপর দিয়ে বল পাঠিয়ে দিলে দূর্ভাগ্য নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। ম্যাচ শেষে বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের অনুপস্থিতি দারুনভাবে অনুভব করেছে চেলসি।
ম্যাচ শেষে ল্যাম্পার্ড বলেছেন, ‘নিঃসন্দেহে আমাদের আরো বেশী প্রাপ্য ছিল। সম্ভবত জয়, অথবা অন্তত ড্র। পুরো ম্যাচে একটি শটেই তারা সুযোগ কাজে লাগিয়েছে। এটি চ্যাম্পিয়ন্স লিগের একটি কঠোর শিক্ষা। যে ম্যাচে আমরাই ভাল খেলেছি শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। স্বস্তির কথা হচ্ছে ঘুড়ে দাঁড়ানোর জন্য আমাদের হাতে আরো পাঁচটি ম্যাচ রয়েছে।’
গত সপ্তাহে কোচ মার্সেলিনোকে বরখাস্ত করার বাজে একটি অভিজ্ঞতা নিয়েই লন্ডনে খেলতে এসেছিল ভ্যালেন্সিয়া। মার্সেলিনোর অধীনে ভ্যালেন্সিয়া দুইবার লা লিগায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে। কোপা ডেল রে’তেও নিজেদের সামর্থ্যরে পরিচয় দিয়েছে ভ্যালেন্সিয়া। মার্সেলিনোর বিদায়ে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি ক্লাবের সিঙ্গাপুরী মালিক পিটার লিমের পদত্যাগও তারা দাবী করেছেন। শনিবার নতুন কোচ এলবার্ট সেলাডেসের অধীনে লিগে বার্সেলোনা কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। তবে চেলসিকে পরাজিত করে দারুনভাবে নিজেদের ফিরিয়ে এনেছে লস চে’রা।
সেলাডেস বলেছেন, ‘এই জয়ে আমরা দারুন খুশী। লন্ডনে চেলসির বিপক্ষে খেলাটা মোটেই সহজ নয়। কিন্তু ছেলেরা সেটাই করে দেখিয়েছে। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।’
ম্যাচের শুরুটা দাপটের সাথেও করলেও দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের একটু আগে ভাগেই ইনজুরি কিছুটা হলেও চেলসিকে ব্যাকফুটে নিয়ে গিয়েছিল। মাউন্টকে ফাউলের অপরাধে ফ্রান্সিস কোকুয়েলিন কোনরকমে হলুদ কার্ড থেকে বেঁচে গেছেন। তবে ইংলিশ মিডফিল্ডার মাত্র ১৬ মিনিটেই গোঁড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন। ল্যাম্পার্ড বলেন, এরপর থেকেই আমি ম্যাচের প্রভাবটা বুঝতে পেরেছিলাম। সে কি মানের খেলোয়াড় সেটা আমরা সবাই জানি। এখনো জানি না ইনজুরির মাত্রা কতটুকু। আগামী ৪৮ ঘন্টায় বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাটি লজ্জাজনক।’
মাউন্টের মাঠ ত্যাগের পরপরই ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। মাতেও কোভাচিচের দারুন একটি পাস থেকে ভ্যালেন্সিয়ার রক্ষনভাগকে টপকালেও কাঙ্খিত গোলের দেখা পাননি উইলিয়ান। বার্সেলোনার বিপক্ষে শনিবার দলের ফেরার দিনে দারুনভাবে সমালোচিত হয়েছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাসপার সিলিসেন। কিন্তু ডাচ এই গোলরক্ষকই কাল স্প্যানিশ দলটিকে বারবার রক্ষা করেছেন। প্রথমার্ধেও ইনজুরি টাইমে উইলিয়ানের ভলি দারুন দক্ষতায় রুখে দনে সিলিসেন। এবারের মৌসুমে প্রথম পাঁচ ম্যাচে ১১ গোল হজম করা চেলসির দূর্বল রক্ষণভাগ কাল ভ্যালেন্সিয়ার কাউন্টার এ্যাটাকের কাছে অনেকটাই সফল ছিল। তবে ৭৪ মিনিটে সেট পিস থেকে আর শেষ রক্ষা হয়নি। ডানি পারেয়োর ফ্রি-কিকে রডরিগো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে অলিভার জিরুদকে মাঠে নামানোর কয়েক সেকেন্ডের মধ্যে ভ্যালেন্সিয়ার জয়সূচক গোলটি আসে।
বাসস/নীহা/১৬৩৫/-স্বব