বাসস দেশ-৪ : সুরমা-কুশিয়ারা ছাড়া দেশের সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

135

বাসস দেশ-৪
নদ-নদীর-অবস্থা
সুরমা-কুশিয়ারা ছাড়া দেশের সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সুরমা-কুশিয়ারা ছাড়া দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
সতর্কীরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২২টি পয়েন্টের পানি হ্রাস ও ৬৯টির সমতল বৃদ্ধি পেয়েছে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশের সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ২টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
বাসস/সবি/এমএসএইচ/১৩৫৫/-এমএবি