বাসস ক্রীড়া-১৪ : মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

143

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-বঙ্গবন্ধু
মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মাগুরা, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা’র জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুর্ণামেন্টে বালক গ্রুপে মাগুরা পৌরসভা ফুটবল দল ও বালিকা গ্রুপে শ্রীপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বালক গ্রুপে মাগুরা পৌর সভা ৩-১ গোলে মহম্মদপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বালিকা গ্রুপে শ্রীপুর উপজেলা শালিখা উপজেলাকে ৮-০ গোলে পরাজিত করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে স্টেডিয়াম মাঠে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আক্তরুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।
টুর্ণামেন্টে বালক গ্রুপে জেলার চার উপজেলার চারটি ও পৌরসভাসহ মোট ৫টি দল এবং বালিকা গ্রুপেও একইভাবে ৫টি দল অংশ নেয়। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ টুর্ণামেন্টের আয়োজন করে।
বাসস/সংবাদদাতা/১৯৩০/স্বব