বাসস ক্রীড়া-৮ : ভারত গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল

128

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-অনূর্ধ্ব-২৩
ভারত গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অ-২৩ ক্রিকেট দল আজ ভারত গেছে।
লক্ষ্ণৌতে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর।
পুরো বছর জুড়ে বয়সভিত্তিক খেলোয়াড়দের খেলার মধ্যে রাখার অংশ হিসেবে এ সফর আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে মিনি রঞ্জি ট্রফি হিসেবে খ্যাত ডক্টর থিমাপিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে অংশ নিতে গত জুলাইয়ে মোমিনুল হকের নেতৃত্বে বিসিবি একাদশ দল ভারত সফর করেছিলো। সে সময় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিলো বিসিবি একাদশ।
এই সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্সের দিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন বিসিবি’র এক কর্মকর্তা।
সাইফ হাসানকে অধিনায়ক করে অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : সাইফ হাসান (অধিনায়ক), ফারদীন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন।
বাসস/এএমটি/১৮২৫/মোজা/স্বব