বাজিস-৮ : ‘মা ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

115

বাজিস-৮
নোয়াখালী- অ্যাডভোকেসি সভা
‘মা ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
নোয়াখালী, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় ‘মা ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেন- এর যৌথ উদ্যোগে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক একেএম জহিরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের ‘মামনি’ প্রকল্পের উপপরিচালক সালাহ্ উদ্দীন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মা ও নবজাতকের মৃত্যু রোধে এবং সুস্থ্য, সবল মা-শিশু পেতে ইউনিয়ন ভিত্তিক পরিবার কল্যাণ কেন্দ্রগুলোকে আরো বেশি সক্রিয় করতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বাসস/সংবাদদাতা/১৭৪৫/এমকে/