নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণায় প্রধানমন্ত্রীকে বিএফইউজে’র ধন্যবাদ

197

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সরকার নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বিএফইউজে- বংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
আজ জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন কার্যালয়ে জরুরি বৈঠকে বিএফইউজে নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্রের জন্য প্রণীত ওয়েজবোর্ড আইনকে সমুন্নুত রেখে এবং সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের দাবিকে গুরুত্বের সঙ্গে দেখে সরকার নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করেছে। কিন্তু একটি গ্রাচুয়িটি কমিয়ে দেয়া, সাংবাদিকদের আয়কর প্রদান করা, বাড়িভাড়া কমিয়ে দেয়া এবং ওয়েজবোর্ড রোয়েদাদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা রোয়েদাদে সুপারিশ আকারে থাকায় সাংবাদিক সমাজে হতাশা দেখা দিয়েছে।
হতাশা কাটাতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএফইউজে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান।
বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজে’র সদস্য শেখ মামুনুর রশীদ ও নূরে জান্নাত আখতার সীমা।