বগুড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

242

বগুড়া, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের খাদ্য বান্ধব কমসূচির আওতায় আজ থেকে জেলায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকাকেজি চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার বগুড়া সদরের অদ্দিরগোলা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ২৮৩ ডিলারের মাধ্যমে একলাখ ৫৩ হাজার ৫৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে এই চাল বিক্রি করবে জেলা খাদ্য বিভাগ। এর আওতায় প্রতিমাসে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেয়া হবে।
সূত্র জানায়, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং সপ্তাহে দুইদিন চাল বিক্রি করা হবে।