বাসস ক্রীড়া-২ : জয়ের ধারায় ফিরেছে আটলান্টা, রোমা

120

বাসস ক্রীড়া-২
ফুটবল-সিরি-এ
জয়ের ধারায় ফিরেছে আটলান্টা, রোমা
মিলান, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : জেনেয়ার বিপক্ষে ডুভান জাপটারা শেষ মুহূর্তের গোলে সিরি-এ লিগে জয়ের ধারায় ফিরেছে আটলান্টা। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মত সুযোগ পাওয়া আটলান্টা নিজেদের প্রস্তুতিটাও বেশ ভালভাবেই সেড়ে নিল। ক্রোয়েট ক্লাব ডিনামো জাগ্রেবের বিপক্ষে বুধবার এ্যাওয়ে ম্যাচ দিয়ে ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে অভিষেক হতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব আটলান্টার। দিনের আরেক ম্যাচে সাসোলোকে নিজেদের মাঠে ৪-২ গোলে পরাজিত করে সিরি-এ লিগে প্রথম জয় তুলে নিয়েছে রোমা।
কলম্বিয়ান জাতীয় দলের খেলোয়াড় জাপাটা ইনজুরি টাইমের পাঁচ মিনিটে গোল করে আটলান্টাকে ২-১ গোলের জয় উপহার দেন। গত মৌসুমে তারা তৃতীয় হবার সুবাদে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। যদিও আগের ম্যাচে তোরিনোর কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে টেবিলের ৬ নম্বরে থাকা দলটি। কলম্বিয়ান আরেক স্ট্রাইকার মুরিয়েল ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তবে ৯১ মিনিটে জেনোয়া অধিনায়ক ডোমেনিকো ক্রিসিটো স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান।
তিন ম্যাচে আটলান্টার সাথে সমান ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে এসি মিলান। ১০ জনের ভেরোনার বিপক্ষে ৬৮ মিনিটে পোলিশ স্ট্রাইকার ক্রিজিস্টো পিয়াটেকের একমাত্র গোলে কষ্টার্জিত জয় পেয়েছে এসি মিলান।
এদিকে নতুন কোচ পাওলো ফনসেকার অধীনে সাসোলোকে ৪-২ গোলে পরাজিত করে লিগের প্রথম জয় তুলে নিয়েছে রোমা। আগের দুই ম্যাচে ড্র করার সুবাদে ৫ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান অষ্টমে। বিরতির আগে ব্রায়ান ক্রিস্টান্তে, এডিন জেকো, হেনরিক মাখিটারিয়ান ও জাস্টিন ক্লুইভার্টের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। এর মধ্যে তিন গোলেই সহযোগিতা করেছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার লোনেজো পেলেগ্রিনি। তবে ৫৩ ও ৭২ মিনিটে ডোমেনিকো বেরারডি পরপর দুই গোল করে সাসোলোকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, স্তাদিও অলিম্পিকোতে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।
এসপিএএল’র কাচে ২-১ গোলে পরাজিত হয়ে মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ল্যাজিও। ১৭ মিনিটে সিরো ইমোবিলের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল ল্যাজিও। কিন্তু ৬৩ মিনিটে আন্দ্রে পেটাগানার ভলি ও জেসমিন কুরটিকের ইনজুরি টাইমের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে এসপিএএল। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ল্যাজিও সিরি-এ লিগের নবম স্থানে রয়েছে।
বাসস/নীহা/১৬২৫/মোজা/স্বব