বাজিস-১ : নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

216

বাজিস-১
নড়াইল-দিবস
নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
নড়াইল, ২৬ জুন, ২০১৮ (বাসস) : জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওলিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সেপেক্টর বিদ্যুৎ বিহারি নাথ প্রমুখ।
আলোচনাসভা শেষে শিুশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১০৫৫/নূসী