কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৭

301

বোগোটা, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার ছোট আকারের এক বিমান দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। দমকল বাহিনীর এক কর্মী একথা জানান। খবর এএফপি’র।
ওই অঞ্চলের দমকল বাহিনীর কমান্ডার জুয়ান কর্লোস গানান এএফপি’কে বলেন, ‘বিমানটিতে নয়জন আরোহী ছিল। এদের মধ্যে সাতজন নিহত ও দু’জন মারাত্মকভাবে আহত হয়েছে।’
গানান জানান, আহত তৃতীয় জন একটি শিশু। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় শিশুটি সেখানে ছিল।
গানান আরো জানান, কমকল কর্মীরা ঘটনাস্থলে বিমানটির জ্বালানি ট্যাঙ্কের ফুটো দিয়ে তেল বেরিয়ে পড়া বন্ধের চেষ্টা চালাচ্ছে।
বিমানটি পপেয়ান থেকে লোপেজ ডি মিকেতে যাচ্ছিল। এটি স্থানীয় সময় বেলা ২টা ১১মিনিটে বিধ্বস্ত হয়।
গানান জানান, বিমানটি বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি তদন্ত করে দেখা হচ্ছে।