বাসস প্রধানমন্ত্রী-৪ : ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত প্রধানমন্ত্রী

251

বাসস প্রধানমন্ত্রী-৪
প্রধানমন্ত্রী-পদক
‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত প্রধানমন্ত্রী
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনিত হয়েছেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করা হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং সূত্রে বাসসকে বলা হয়েছে, ‘রাজধানীতে আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করা হবে।’
ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক এডভাইসোরি কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনিত করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তাঁর অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাঁকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
বাসস/এসএইচ/অনু-কেএআর/১৯৪৮/কেএমকে