বাসস বিদেশ-১ : দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

218

বাসস বিদেশ-১
ইসরাইল-সংঘাত
দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
দামেস্ক, ২৬ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। খবর এএফপি’র।
মঙ্গলবার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ‘ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্ক আর্ন্তাতিক বিমানবন্দরে কাছে আঘাত হেনেছে।’
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রহমান এএফপি’কে বলেন, ‘ক্ষেপণাস্ত্র দুটি বিমানবন্দরের কাছে হেজবুল্লাহর অস্ত্র গুদামে আঘাত হানে।’
তিনি আরো বলেন, স্থানীয় সময় রাত ১টার দিকে এ হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র দুটি অস্ত্র গুদামে আঘাত হানলেও এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেনি।
পর্যবেক্ষণ সংস্থা আরো জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি ঠেকাতে পারেনি।
বাসস/ কেএআর/০৯৫৫/এমএজেড