একাডেমি কাপ ফুটবল: খুলনা ও গ্যালাকটিকোর বড় জয়

188

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে নিজেদের খেলায় বড় জয় খুলনা এফসি এবং এমকে গ্যালাকটিকো। পল্টন ময়দানে আজ দিনের প্রথম ম্যাচে খুলনা ১০-০ গোলের বড় ব্যবধানে ভুইয়া এফএকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাএগিয়ে গেছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খুলনা গোল শূন্য ড্র করেছিল গোগ নগর কেপিকের সঙ্গে। ম্যাচের প্রথমরার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়েছিল। খুলনার পক্ষে সৌরভ তিনটি, রাতুল হাওলাদার দু’টি এবং রাতুল হাসান, তাহের, রোহান ও আবদুল্লা একটি গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন খুলনার সৌরভ। খেলা শেষে ম্যাচ সেরারপুরস্কার তুলে দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোচ ও সংগঠক মোস্তাফা কামাল।
দ্বিতীয় ম্যাচে এমকে গ্যালাকটিকো ৮-০ গোলে হারায় ধলেশ্বরী ফুটবল একাডেমিকে। জয়ী দলের মিজান তিনটি, হাসান দু’টি এবং অপু, কাজল ও রাহীন একটি করে গোল করেন। এর ফলে ক-গ্রুপের চ্যাম্পিয়ন হল এমকে গ্যালাকটিকো এবং খ-গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এফসি খুলনা।
আগামীকালের খেলা:
ব্রাহ্মণবাড়ীয়া এফএ বনাম গেন্ডারিয়া এফএ (২টা) এবং আছাদুজ্জামান এসএ বনাম শামস-উল-হুদা এফএ (৩টা ৩০মি)