বাসস ক্রীড়া-১৩ : নীলফামারীতে সাইফ পাওয়ার ব্যাটারী ফুটবল লীগ শুরু

136

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-নীলফামারি
নীলফামারীতে সাইফ পাওয়ার ব্যাটারী ফুটবল লীগ শুরু
নীলফামারী, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে সাইফ পাওয়ার ব্যাটারী ফুটবল লীগ। আজ শনিবার বিকালে খেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় তিনি শেখ কামাল স্টেডিয়ামে নবনির্মিত শহীদ শেখ কামাল ম্যুরালের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা চাই এই খেলাধুলার মধ্যে আমাদের ছেলে মেয়েরা, আমাদের তরুণেরা বিকশিত হয়ে উঠুক। তাদের জীবনটা সুন্দর হোক’।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রশীদ, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যাক্তিগত অর্থায়নে শহীদ শেখ কামালের মুরালটি স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে। যার ফলক তিনিই উম্মোচন করলেন।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, ‘সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে “সাইফ পাওয়ার ব্যাটারী নীলফামারী জেলা ফুটবল লীগ” এর উদ্বোধন হয়েছে। লীগে জেলার আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।
দলগুলো হচ্ছে, নীলফামারী টাউন ক্লাব, বাজার ক্লাব গোরগ্রাম, কাজীর হাট স্পোটিং ক্লাব, কিশোরগঞ্জ ফুটবল একাডেমী, সৈয়দপুর ফুটবল একাডেমী, জলঢাকা উপজেলা পরিষদ, সোনারায় স্পোটিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র নীলফামারী।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নীলফামারী টাউন ক্লাব ২-০ গোলে কিশোরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে।
বাসস/সংবাদদাতা/স্বব/২০০৫/মোজা/এএমটি