বগুড়ার ধুনটে ৬টি গ্রামে বিদ্যুতায়ন

230

বগুড়া, ১৪ সেপ্টেম্বর ২০১৯ (বাসস): জেলার ধুনট উপজেলায় ৬টি গ্রামে নতুন করে বিদ্যুতায়ন করা হয়েছে এবং এজন্য ব্যয় হয়েছে তিনকোটি ৩০ লাখ টাকা। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
আজ শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গোপালনগর ও চিকাশী ইউনিয়নের বিশারদিয়ার, ডিগ্রীরচর, চক ডাকাতিয়া, সাত পাকিয়া, জোড়শিমুল ও ছোট চিকাশি গ্রামের মোট একহাজার ৫২৫ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর অফিসের ডিজিএম ফখরুল আলম ও ধুনট সাব-জোনাল অফিসের এজিএম আব্দুর রশীদ, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা প্রমুখ।