শরীয়তপুরে ‘মূলধন বিনিয়োগ প্রস্তুতি’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

306

শরীয়তপুর, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): ‘মূলধন বিনিয়োগ প্রস্তুতি’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ শরীয়তপুর পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে।
‘মিউনিসিপাল গভারনেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি)’ ও শরীয়তপুর পৌরসভার যৌথ আয়োজনে আজ শনিবার বেলা ১১ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ‘এমজিএসপি’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মঞ্জুর আলী, সিনিয়র সহকারী প্রকৌশলী সোনিয়া নওরিন, এনভারমেন্ট প্রকৌশলী তাসরিমা সুলতানা ও আইএবি প্রকৌশলী তিন্নী রহমান প্রমুখ।
সেমিনারে জানানো হয়, আগামী অর্থবছরে বিশ^ ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে ‘মিউনিসিপাল গভারনেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট’ (এমজিএসপি)-এর আওতায় পাঁচশত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ হবে।
উন্নয়ন কাজের মধ্যে রয়েছে- শরীয়তপুর পৌরসভার সড়ক, কালভার্ট, ড্রেন, বিনোদনমূলক পার্ক, সড়ক বাতি, কিচেন মার্কেট, বাসষ্ট্যান্ড ও পাবলিক টয়লেট নির্মান ও সংস্তার এবং বর্জ্য ব্যবস্থাপনা।
সেমিনারে পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।