বাসস ক্রীড়া-১০ : অস্ট্রেলিয়ায় জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নতুন এটিপি কাপ

113

বাসস ক্রীড়া-১০
টেনিস-এটিপি কাপ
অস্ট্রেলিয়ায় জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নতুন এটিপি কাপ
সিডনি, ১৪ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : আগামী জানুয়ারিতে শীর্ষ ১৮টি দেশের অংশগ্রহণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নতুন এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট। নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরারসহ বিশ্বের শীর্ষ সারির খেলোয়াড়রা তাদের নিজ নিজ দেশের হয়ে এই টুর্ণামেন্টে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেছেন।
কোমররের অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠা এন্ডি মারেও এই টুর্ণামেন্টে অংশ নিবেন বলে ইঙ্গিত রয়েছে। ২৪ দেশের বাছাইপর্বের বাইরে থাকলেও বৃটেনের বিষয়টি বিবেচনায় আছে। নিজের র‌্যাঙ্কিং পয়েন্ট রক্ষা করার জন্য হলেও মারে এই টুর্নামেন্টে অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে। শীর্ষ ৩০ পুরুষ খেলোয়াড়ের মধ্যে ২৭ জনই এই টুর্ণামেন্টে খেলার ব্যপারে সম্মতি জানিয়েছেন।
এ প্রসঙ্গে এটিপি সভাপতি ক্রিস কারমোড বলেছেন, ‘একসাথে এত খেলোয়াড়কে দেখতে পারাটাও সৌভাগ্যের। আমরা সত্যিই আনন্দিত। টেনিস অস্ট্রেলিয়ার সাথে মিলে আমরা টুর্নামেন্টের সূচী তৈরী করবো। বিশ্বের সেরা খেলোয়াড়দের ব্যস্ত সূচীর বিষয়টিও আমাদের মাথায় থাকবে। আজকে আমরা সে কারনেই খেলোয়াড়দের অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি। নতুন একটি ইভেন্টে খেলোয়াড়দের সম্পৃক্ত করাটা সত্যিই কঠিন। কার্যত এটিপি কাপ ২০২০ সালে এটিপি ট্যুর মৌসুমের পথ তৈরি করে দিবে।’
আগামী বছর ৩-১২ জানুয়ারি নতুন এই চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টকে বিবেচনা করা হচ্ছে। ২২ মিলিয়ন অস্ট্রেলিয়ার ডলারের প্রাইজমানি ও সর্বোচ্চ ৭৫০ সিঙ্গেলস র‌্যাঙ্কিং পয়েন্ট ও ২৫০ ডাবলস র‌্যাঙ্কিং পয়েন্ট এই টুর্ণামেন্টের মাধ্যমে অর্জন করা যাবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো ব্রিসবেন, পার্থ ও সিডনিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে সিডনিতে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, জাপান, জার্মানী ও দক্ষিণ আফ্রিকাসহ এটিপি কাপ স্ট্যান্ডিংয়ের শীর্ষ ১৮টি দলই এখানে অংশ নিবে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়াকে ওয়াইল্ড কার্ড দেয়া হয়েছে। বাকি পাঁচটি দেশ এখনো চূড়ান্ত হয়নি।
প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকবে। দু’টি সিঙ্গেলস ও একটি ডাবলস ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। প্রতি দেশে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দু’জন খেলোয়াড় খেলতে পারবে, বাকি দুজন ১৩ নভেম্বর নির্ধারিত হবে।
বাসস/নীহা/১৮১০/মোজা/স্বব