বাসস ক্রীড়া-৬ : চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারছেন না মেসি

119

বাসস ক্রীড়া-৬
ফুটবল-মেসি
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারছেন না মেসি
বার্সেলোনা, ১৪ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : গত আগস্টে কাফ ইনজুরিতে পড়া বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি মঙ্গলবার ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না বলে অনেকটাই নিশ্চিত করেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল আর্জেন্টাইন এই সুপারস্টার অল্প কয়েক সপ্তাহের জন্য হয়ত মাঠে নামতে পারবেন না। কিন্তু ইনজুরির কারনে এখন পর্যন্ত মৌসুমের কোন ম্যাচেই তিনি খেলতে পারেননি। মেসির অনুপস্থিতিতে লা লিগার এবারের মৌসুমটাও মোটেই ভালভাবে শুরু হয়নি বার্সেলোনার। এ্যাথলেটিক বিলবাওয়ের সাথে প্রথম ম্যাচে পরাজয়ের পর রিয়াল বেটিস ও ওসাসুনার সাথে মাত্র চার পয়েন্ট অর্জিত হয়েছে। তিন ম্যাচ পরে লিগ টেবিলের শীর্ষে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এক সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেছেন, ‘প্রথম দিকে তার ইনজুরির মাত্রা ততটা গুরুতর বলে মনে হয়নি। এখন সে সুস্থতার পথে রয়েছে। তবে আমি এ ব্যপারে কোন আশা রাখতে চাইনা। তবে মঙ্গলবার তার খেলা কিছুটা কঠিন হতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে সে দলে নেই। নি:সন্দেহে সে দলের মূল খেলোয়াড়।’
মেসি ছাড়াও ইনজুরির কারনে ভালভার্দে দলে পাচ্ছেন না ওসমানে ডেম্বেলকে। তবে আশার কথা সুস্থ হয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন লুইস সুয়ারেজ।
বাসস/নীহা/১৭০০/মোজা/স্বব