বাসস বিদেশ-৪ : হাসপাতাল থেকে ফের কারাগারে পেরুর ফুজিমোরি

262

বাসস বিদেশ-৪
পেরু-ফুজিমোরি-স্বাস্থ্য
হাসপাতাল থেকে ফের কারাগারে পেরুর ফুজিমোরি
লিমা, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে শুক্রবার ফের কারাগারে নেয়া হয়েছে। হৃদযন্ত্রের সমস্যার কারণে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসক একথা জানান। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় আলেজান্দ্রো আগুইনাগা বলেন, ‘মারাত্মক স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার পর আজ প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত ওই সমস্যার কারণে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।’
এ সপ্তাহের গোড়ার দিকে আগুইনাগা বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যার কারণে সাজাপ্রাপ্ত এ সাবেক প্রেসিডেন্টকে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি জানান, ‘প্যানক্রিয়েটিক সিস্টের’ পাশাপাশি অনিয়মিত হৃদস্পন্দনে ভোগায় ফুজিমোরির নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
আগুইনাগা জানান, গত ৪০ বছরের মধ্যে এটি ছিল ফুজিমোরির তৃতীয় হাসপাতালে ভর্তি।
বাসস/এমএজেড/১৪০৬/জুনা