বাজিস-৩ : সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু

508

বাজিস-৩
সাতক্ষীরা-মৃত্যু
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু
সাতক্ষীরা, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলার থানাঘাটা গ্রামে আজ বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে উদ্ধার করতে গিয়ে পরবেশ সরদার (৬০) নামে একব্যক্তি মারা গেছেন। এ দুর্ঘটনায় নিহতের নাতি পিয়াস (১৩) গূরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে পিয়াস বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশের সময় বৈদ্যুতিক আর্থিং তারে জড়িয়ে পড়ে। তার আর্তচিৎকার শুনে দাদা পরবেশ সরদার তাকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই পরবেশ সরদার মারা যান।
সাতক্ষীরা সদর হাসপাতালেরর জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহাববুর রহমান জানান, গুরুতর অবস্থায় পিয়াসকে বাড়ির লোকজন দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/২০৫০/এমকে