বাসস ক্রীড়া-১৩ : কাল ত্রিদেশীয় সিরিজ শুরু করছে ফেভারিট আফগানিস্তান

252

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
কাল ত্রিদেশীয় সিরিজ শুরু করছে ফেভারিট আফগানিস্তান
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হলো ত্রিদেশীয় টি-২০ সিরিজ। আগামীকাল মাঠে নামছে ফেভারিট আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে খেলাটি।
টি-২০ ফরম্যাটে ধারাবাহিকভাবেই পারফরমেন্স করে আসছে আফগানিস্তান। তাই আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ সপ্তমস্থানে রয়েছে আফগানরা। বাংলাদেশের অবস্থান দশম। জিম্বাবুয়ে রয়েছে ১৪তমস্থানে।
বাংলাদেশের বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলেছে আফগানিস্তান। তিনবারই জিতেছে তারা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের সাফল্য শতভাগ। সাত দেখায় সবগুলোতেই জিতেছে আফগানিস্তান। তাই এবারের আসরে ফেভারিটের তকমাটা আফগানদের গায়েই।
ফেভারিটের তকমাটা আরও বেড়েছে, এই সফরের শুরুতে একমাত্র টেস্টে বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রশিদ খানের দল। মাত্র দু’ম্যাচের অভিজ্ঞতা নিয়ে খেলতে নেমে বাংলাদেশকে হারের লজ্জা দেয় আফগানরা।
জয় দিয়ে নিজের অধিনায়কত্বের পথ চলা শুরু করেন টি-২০ ফরম্যাটের এক নম্বর বোলার রশিদ। এবার টি-২০ ফরম্যাটেও অধিনায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। এখানেও জয়ের জন্য মুখিয়ে আছেন রশিদ।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে আফগানিস্তানের কোচ এন্ডি মোলেস বলেন, ‘আমরা জানি কি করতে হবে। ম্যাচে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’
বাসস/এএমটি/এএসজি/২০৪৮/স্বব