বাসস ক্রীড়া-১২ : টস জিতে ফিল্ডিং-এ বাংলাদেশ

252

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
টস জিতে ফিল্ডিং-এ বাংলাদেশ
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হতে পারেনি। পরবর্তীতে রাত আটটায় শুরু হয় খেলাটি। এতে ১৮ ওভারে নির্ধারণ করা হয় ম্যাচটি।
এ ম্যাচে বাংলাদেশের পক্ষে অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। জিম্বাবুয়ের পক্ষে অভিষেক ঘটে অলরাউন্ডার টনি মুনিওয়াঙ্গার।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।
জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ট মুতুম্বামি, সিন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুতোমবদজি, টনি মুনিওয়াঙ্গা, কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা, কিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, বেন্ডন টেইলর, আইনস্লে এনডিলোভু, টিমিচেন মারুমা ও রায়ার্ন বার্ল।
বাসস/এএমটি/এএসজি/২০২০/-স্বব