বাজিস-২ : চট্টগ্রামের সব উপজেলায় মশকনিধন সরঞ্জাম বিতরণ

260

বাজিস-২
চট্টগ্রাম-বিতরণ
চট্টগ্রামের সব উপজেলায় মশকনিধন সরঞ্জাম বিতরণ
চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার সকল উপজেলায় আজ মশকনিধন সরঞ্জামাদি বিতরণ করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। পাশাপাশি, প্রত্যেক উপজেলার দু’জন করে কর্মচারীকে মেশিন চালানো এবং ওষুধ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মশকনিধন সরঞ্জামাদি ও ওষুধ বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লোকালয় থেকে মশা নিধনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং এস আলম গ্রুপের সৌজন্যে কোরিয়া থেকে আমদানিকৃত ৪০টি ফগার মেশিন, ৮০টি স্প্রে মেশিন, চায়না থেকে আমদানি করা রি-এজেন্ট এবং মশক নিধন ওষুধ আ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বাসস/জিই/১৯৪০/এমকে