বাসস ক্রীড়া-১০ : আর্থিক সমস্যার কারণে এপিএলের দ্বিতীয় আসর হচ্ছে না

137

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-এপিএল
আর্থিক সমস্যার কারণে এপিএলের দ্বিতীয় আসর হচ্ছে না
কাবুল, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : আর্থিক সমস্যার কারণে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-২০ ক্রিকেটের দ্বিতীয় আসর বাতিল করেছে সেদেশের ক্রিকেট বোর্ড।
গেল বছর এপিএলের প্রথম আসর মাঠে গড়িয়েছিলো। এপিএলের প্রধান বিনিয়োগকারী স্নিক্সার স্পোর্টস। কিন্তু গত আসরের অর্থ এখনও পরিশোধ করতে পারেনি তারা। তাই আয়োজকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ঐ প্রতিষ্ঠানকে। এমনকি গত আসর নিয়ে দুনীর্তির গন্ধও পেয়েছে এসিবি। তাই সবকিছু চিন্তা করে, সময় নিয়ে নতুনভাবে আবারো লিগ চালুর জন্য দ্বিতীয় আসর বাতিল করলো এসিবি।
এক বিবৃতিতে এসিবি জানায়, ‘প্রথম আসরের অর্থ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্নিক্সার স্পোর্টস। এছাড়া বেশ কিছু নিয়মও ভঙ্গ করেছে। প্রথম আসর নিয়ে বেশ কিছু সমস্যার তালিকাও আমরা হাতে পেরেছি। এসব নিয়ে আলোচনা করে, সমাধান করতে হবে। তাই দ্বিতীয় আসরটি এবার আর হচ্ছে না।’
শারজাহতে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিলো এপিএলের প্রথম আসর। ঐ আসরে চ্যাম্পিয়ন হয় বালখ লিজেন্ডস।
বাসস/এএসজি/এএমটি/১৭৫৫/স্বব