বাসস দেশ-৬ : গাজীপুরে ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

120

বাসস দেশ-৬
গাজীপুর-অগ্নিকান্ড
গাজীপুরে ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর, ১৩ সেপ্টেম্বর ২০১৯ (বাসস): গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রনে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় আট ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য (টেলিভিশন, ফ্রিজ ও রাইস কুকার) ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সকাল সোয়া সাতটার দিকে মাইওয়ান মিনিস্টার ইলেকট্রনিক্স কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কারখানায় এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভবনটির ৬ষ্ঠ তলায় কারখানার গুদাম। সেখানে ফ্রিজ, টেলিভিশন ও রাইস কুকারসহ বিভিন্ন পণ্য মজুদ ছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।
আগুনে ক্ষতিগ্রস্ত ওই ভবনের নিরাপত্তাকর্মী মো: শামিম জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল।সকালে হঠাৎ করে আগুন দেখে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কারখানায় এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভবনটির ৬ষ্ঠ তলায় কারখানার গুদাম। সেখানে তৈরি ফ্রিজ, টেলিভিশন, রাইস কুকারসহ বিভিন্ন পণ্য মজুদ ছিল।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ও পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানিয়েছেন, আগুনের ঘটনা তদন্তে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৬০৭/এমএবি