বাসস দেশ-২ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

125

বাসস দেশ-২
ঢাবি- ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিবিএ (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকালে পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করেন।
আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে ১২শ’৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৫৮জন।
বাসস/সবি/এমএমবি/১৪২৫/এমএবি