বাসস দেশ-৩২ : রাজধানীর উত্তরায় অগ্নিদগ্ধ দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু

138

বাসস দেশ-৩২
তানিয়া-মুত্যু
রাজধানীর উত্তরায় অগ্নিদগ্ধ দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর উত্তরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী মোছাম্মদ তানিয়া ইশরাত (৪০) নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বৃহস্পতিবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত দুর্ঘটনাস্থলে যায়। এর আগেই আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত অগ্নিদগ্ধ হন। তার শরীরের বেশির ভাগই আগুনে পুড়ে গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান।
এঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ওসি জানান, তানিয়া ইশরাত নিজেই তার শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৫০/কেএআর