রোহিঙ্গাদের সহায়তায় ইইউ’র ২ মিলিয়ন ইউরো প্রদান

190

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে রোহিঙ্গা মা ও শিশুদের মধ্যে উচ্চ হারের অপুষ্টি নিরসনে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কর্মসুচি অব্যাহত রাখতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)কে সাহায্যে এবং বৃষ্টির মৌসুমের ঝুঁকি মোকাবেলায় দুই মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংরাদেশে ডব্লিউএফপি’র প্রতিনিধি ও আবাসিক পরিচালক রিচার্ড রেগান বলেন, ‘রোহিঙ্গাদের বিরাট জন¯্রােত বাংলাদেশে আসার দুই বছর পরও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সংকটজনক।’
তিনি বলেন, ‘প্রায় ১০ লাখ শরণার্থীর মধ্যে ৮০ শতাংশ সম্পূর্ণভাবে ডব্লিউএফপি’র খাদ্য কর্মসূচির ওপর নির্ভরশীল। ডব্লিউএফপি’র এই সময়োচিত সহায়তা আমাদের সবচেয়ে ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সাহায্য করতে সহায়তা করবে। এর অংশ বিশেষ ক্যাম্পে আমাদের দুর্যোগ প্রস্তুতি কাজে ব্যয় করা হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বর্ষা মৌসুমে রোহিঙ্গারা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো ইতোমধ্যে প্লাবিত হয়েছে এবং ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। ইইঊর নতুন অনুদান ডব্লিউএফকে এই মৌসুমে রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে সহায়তা করবে।
২০১৮ সালে ইইউ রোহিঙ্গাদের সহায়তায় ডব্লিউএফকে ১২ মিলিয়ন ইউরো সহায়তা করেছিল।
ইইরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা কমিশনার ক্রিস্টোস স্টাইল্যানাইডস বলেন, ‘দুই বছর আগে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর আমাদের সামষ্টিক প্রয়াসের মাধ্যমে আমরা অনেক জীবন বাঁচিয়েছি।’