বাসস ক্রীড়া-১৭ : হংকং চায়নার কাছে ১-০ গোলে হেরে গেলে বাংলাদেশ নারী হকি দল

147

বাসস ক্রীড়া-১৭
হকি-নারী
হংকং চায়নার কাছে ১-০ গোলে হেরে গেলে বাংলাদেশ নারী হকি দল
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সিঙ্গাপুরে চলমান এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে আজ নিজেদের তৃতীয় ম্যাচে হংকং চায়নার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারনোর সুখস্মৃতি নিয়ে সেংক্যাং হকি স্টেডিয়ামের ১ নম্বর মাঠে নামা বাংলাদেশের মেয়েরা হংকং-এর বিপক্ষে দারুণ শুরু করেছিলো। প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি। দ্বিতীয় কোয়ার্টারে বল নিয়ন্ত্রণে এগিয়ে যায় হংকং। ২৭ মিনিটে সো মেই কেই-এর ফিল্ড গোলে লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে দুটি পেনাল্টি কর্ণার পেলেও তা নষ্ট হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাসস/১৯৩৫/স্বব