বাসস দেশ-২৭ : রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

125

বাসস দেশ-২৭
দুদক-মামলা
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সরকারের প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: নুর ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিক্যাল কলেজের সরঞ্জামাদির প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয় নিয়ে ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের ৪ কোটি ৪৮ চল্লিশ লাখ ৮৯ হাজার ৩শ’ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: নুর ইসলাম, -বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিকেল কোম্পনী ঢাকার স্বত্বাধিকারী মোঃ জাহের উদ্দিন সরকার, দিনাজপুরের মোঃ আব্দুস সাত্তার সরকার, ঢাকার মোঃ আহসান হাবিব, ইউনির্ভাসেল ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী-মোঃ আসাদুর রহমান এবং রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: সারোয়াত হোসেন।
বাসস/সবি/এফএইচ/১৯২৮/আসচৌ