পিরোজপুরে ২টি সাব রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে

291

পিরোজপুর, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার মঠবাড়িয়া ও ইন্দুরকানীতে দুটি সাব রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটিতে ৩ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে এ দুটি দ্বিতল ভবন নির্মাণে মোট ব্যয় হচ্ছে ৬ কোটি ৫৪ লক্ষ টাকা।
গণপূর্ত অধিপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ বনিক জানান, চলতি অর্থ বছরেই এ দুটি ভবনের নির্মাণ কাজ শেষ হবে এবং সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী দলিল লেখকসহ এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। এ দুটি ভবনের নিচ তলা এবং প্রথম তলার আয়তন করা হচ্ছে ৩৪৯১ বর্গফুট ও ৩৫৮০ বর্গফুট। সাব-রেজিস্ট্রার এর কক্ষ, কর্মচারীদের কক্ষ, দলিল রেজিস্ট্রির এজলাস, রেকর্ড রুম, শৌচাগারসহ অন্যান্য কক্ষ রয়েছে এসব ভবনে। মঠবাড়িয়ার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার বাচ্চু আকন জানান এ ভবন নির্মাণ কাজ শেষ হলে এলাকার মানুষ উপকৃত হবে।