বঙ্গোপসাগরে কয়লা বোঝাই জাহাজ ডুবি ॥ ১২নাবিক উদ্ধার

188

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কয়লা বোঝাই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কয়লা নিয়ে হেরাপর্বত-৮ নামের এই জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সাগর উত্তাল থাকায় সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে জাহাজটি ১১শ’ টন কয়লা নিয়ে ডুবে যায়।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ জানান, বৈরী আবহাওয়ার কারণে সকালে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেলে ১২ নাবিক নিখোঁজ হন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাদের জীবিত উদ্ধার করে ।