বাসস ক্রীড়া-১২ : নিষেধজ্ঞা ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা

120

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
নিষেধজ্ঞা ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগে চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এসব চিন্তা মাথায় না রেখে বাংলাদেশের আমন্ত্রণে ত্রিদেশীয় টি-২০ সিরিজে ক্রিকেটের প্রতি মনোযোগি হতে চান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি বলেন, ‘পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে থাকে। দিন শেষে আমরা খেলোয়াড় হিসেবে মাঠে খেলতে নামব এবং নিজেদের সেরাটাই প্রদর্শন করবো। বোর্ডে যা হয়েছে, সেভাবেই আমাদের বিচার করা হচ্ছে। প্রথম এবং আসল ব্যাপার হচ্ছে, ক্রিকেটের প্রতি আমাদের মনোযোগী হতে হবে এবং মাঠে আমাদের সেরাটাই দিতে হবে এবং আগামীকাল দেশের জন্য নিজের সেরা কাজটাই করতে হবে।’
গত জুলাইয়ে লন্ডনে আইসিসি’র বার্ষিক সম্মেলনে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করার সিদ্বান্ত নেয়া হয়। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিলো, বোর্ডের অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। পাশাপশি ক্রিকেট প্রশাসন পরিচালনায় সরকারের কোনো হস্তক্ষেপও ছিল । এর ফলে জিম্বাবুয়ে ক্রিকেটকে আর্থিক সুবিধা স্থগিত করে আইসিসি। তবে ক্রিকেটে আবারো ফেরার সুযোগ থাকছে জিম্বাবুয়ের। আগামী অক্টোবরে আইসিসি-র পরবর্তী বৈঠকে জিম্বাবুয়ে ক্রিকেটের অগ্রগতি নিয়ে আরও একবার পর্যালোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জিম্বাবুয়ের ক্রিকেটের।
তবে এসব নিয়ে এখন না ভেবে ক্রিকেটের প্রতি নিজেদের বিলিয়ে দিতে চান মাসাকাদজা। ক্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান ভালো টি-টোয়েন্টি খেলছে। বাংলাদেশ খেলবে ঘরের মাটিতে। আমি বলব দু’টোই শক্তিশালী দল। টি-২০তে আমাদের সাফল্য আছে। বাংলাদেশেও ভালো করে টি-২০তে। অতএব আমার মনে হয় না, আমরা খুব বেশি পিছিয়ে আছি অন্য দু’দলের থেকে।’
ছোট ফরম্যাটের লড়াই, যেকোন দলকেই হারানো সম্ভব বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক, ‘ম্যাচের ফরম্যাট যত ছোট হবে দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-২০ খেলাটি এমন যে, একজন খেলোয়াড় একাই ম্যাচ শেষ করতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই দলে এমন খেলোয়াড়ই দরকার যে একাই খেলা শেষ করতে পারবে এবং দলকে জয় এনে দিতে পারবে।’
এবারের সফরে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে জিম্বাবুয়ে। ৭ উইকেটে জয় পেয়েছে তারা। অনুশীলন ম্যাচের জয়টি আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মাসাকাদজা। তিনি বলেন, ‘অবশ্যই দারুন একটি ম্যাচ হয়েছে। তারপরও আরও ভালো করতে হবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে আমাদের। তবে এ ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। তবে আমরা জানি, আগামীকাল আমাদের ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
বাসস/এএমটি/এএসজি/১৮৫০/মোজা/স্বব