বাসস দেশ-১৫ : মহিলাদলের সভানেত্রী রাজিয়ার জামিন নামঞ্জুর

115

বাসস দেশ-১৫
রাজিয়া-জামিন-না-মঞ্জুর
মহিলাদলের সভানেত্রী রাজিয়ার জামিন নামঞ্জুর
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বিস্ফোরক দ্রব্য মামলায় ঢাকা মহানগর দক্ষিণের মহিলাদলের সভানেত্রী রাজিয়া সুলতানার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। এসময় তার আইনজীবী জামিনের আবেদন আজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে বুধবার পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিট দেয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৪০/মমআ/-আসচৌ