বাসস ক্রীড়া-৭ : হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুস্তাফিজ

111

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে মুস্তাফিজ
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : আর মাত্র দু’টি শিকার করলেই টি-২০ ক্রিকেটে ৫০ উইকেট শিকারের মালিক হবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৩০ ম্যাচের ৩০ ইনিংসে ৪৮ উইকেট ঝুলিতে রয়েছে ফিজের।
আগামীকাল থেকে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। উদ্বোধনী দিন মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এ ম্যাচে দু’উইকেট নিলেই টি-২০ ক্যারিয়ারে ৫০ উইকেট শিকারের মালিক হবেন ফিজ।
কালকের ম্যাচে কাঙ্খিত মাইলফলক স্পর্শ করতে না পারলেও, ডাবল লিগ পদ্ধতিতে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ।
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজ। এরআগে এবং সবার আগে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারীও তিনি। ৭২ ম্যাচের ৭১ ইনিংসে ৮৮ উইকেট শিকার রয়েছে সাকিবের।
বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেন ২০০৬-২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ খেলা রাজ্জাক।
বাসস/এএমটি/এএসজি/১৬৩৫/মোজা/স্বব