বাসস ক্রীড়া-৬ : এশিয়া কাপ আরচারিতে রিকার্ভ পুরুষ ফাইনালে বাংলাদেশ

119

বাসস ক্রীড়া-৬
আরচারি-এশিয়া
এশিয়া কাপ আরচারিতে রিকার্ভ পুরুষ ফাইনালে বাংলাদেশ
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ফিলিপাইনে চলমান এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণকারী বাংলাদেশ আরচারি দল রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে । ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ চায়না। ফাইনালে ওঠার আগে মো: রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ওমোহাম্মদ হাকিম হোসেন রুবেলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ৫-৩ সেটে থাইল্যান্ডকে এবং একই ব্যবধানে সেমিফাইনালে মালয়েশিয়াকে পরাজিত করে।
এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ। মো: রুমান সানা ও বিউটি রায়কে নিয়ে গঠিত বাংলাদেশ মিশ্র দলটি ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে চায়নার নিকট ৬-০ সেট পয়েন্টে পরাজিত হয়।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাসস/সবি/স্বব/১৬২০/মোজা/নীহা