ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

321

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের কোন পরিকল্পনা না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, তারা যদি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তবে জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আজ এখানে তার সচিবালয়স্থ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা, দেশবাসী ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির ভয়ঙ্কর মূর্তি দেখেছি এবং তারা শত শত লোককে হত্যা করেছে। এখন বাংলাদেশের মানুষ তাদের সেসব করতে দেবে না।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের মানববন্ধনের বদলে দানববন্ধন করার মন্তব্য দেশের জন্য একটা খারাপ ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরো বলেন, ‘বিএনপি পেট্রোল বোমা নিক্ষেপ করে প্রায় এক হাজার লোক হত্যা করেছে এবং তারা এমনকি শিশু, গর্ভবতী নারী, পরিবহন চালক ও হেলপারদেরও রেহাই দেয়নি। তারা আন্দোলনের নামে পবিত্র কোরআন শরীফসহ নির্বিচারে শত শত গাড়ি, স্থাপনা ও সরকারি অফিসে আগুন দিয়েছে।
ড. হাছান বলেন, এ কারণেই দেশের মানুষ বিগত জাতীয় নির্বাচনে বিএনপিকে বয়কট করেছে। তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে তারা যদি কোন ধরনের নাশতকামুলক কিছু করতে চায় জনগণই তাদের প্রতিরোধ করবে। আমি বিএনপির প্রতি ইতিবাচক রাজনীতির পথে আসার আহ্বান জানাই।’
তথ্যমন্ত্রী বিএনপি নেতা রিজভি আহমদের একটি মন্তব্যের ব্যাপারে এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি একটি লিমিটেড কোম্পানি এবং বিএনপির বহু নেতা ভাড়াটে। তিনি আরো বলেন, ‘বিএনপি রাজনীতিকে ব্রত হিসেবে নেয় না। এই দলের (বিএনপি) বহু শীর্ষ নেতা অন্য দল থেকে বিএনপিতে এসেছে। তারা ভাড়াটে রাজনীতিক হিসেবে বিএনপিতে যোগ দিয়েছে।’
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ চায় একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের রাজনীতিতে থাকুক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবসময় শক্তিশালী বিরোধী দল চায়। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। আমরা চাই জাতীয় পার্টি ও বিএনপিসহ সবগুলো বিরোধী দলই শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক।
তিনি বলেন, বিএনপিকে অন্য কারো ধ্বংস করার প্রয়োজন নেই। কারণ, বিএনপি নিজেরাই বিভিন্ন সময় আত্মহননের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান আরো বলেন, ‘বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণেই বিএনপি বর্তমান সংসদে গুটিকয়েক আসন লাভ করেছে।’
ছাত্রলীগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই সংগঠনটিতে কিছু অণুপ্রবেশকারী ঢুকেছে। মন্ত্রী বলেন, ‘এই অণুপ্রবেশকারীরাই ছাত্রলীগের নামে কিছু খারাপ কাজ করে। তাছাড়া এই সংগঠনটির নামে যেসব খবর প্রকাশিত হয়, তা সবই সত্য নয়।’